অবন্তী রিপ্লাই দিলো,
এতো সহজে ক্ষমা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর কোন দিন কোন মেসেজ দিও না। বিদায়, চির বিদায়।
মোবাইলটা পকেটে রাখলাম। এম্বুলেন্স ততক্ষণে ফাহাদদের বাড়ির সামনে এসে গেছে। কফিনে মুড়িয়ে রাখা ফাহাদকে নেবার জন্য সবাই কান্নার মাতম নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিড়বিড় করে বললাম,
বন্ধু, তোর সঙ্গে আর কোনো দিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না। আজই তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন। বিদায় বন্ধু, শুভ বিদায়।