সোনালী সূর্য!
লিংকন
রাতের নিস্তবন্ধতা ভেঙে
আসবে সোনালী আলো!
আসবে মুক্তির গান!
ভেঙে যাবে শোষণের প্রাচীর!
ভেঙে যাবে যালিমের দম্ভ!
বিষদাঁত উপড়ে যাবে -
স্নিগ্ধ আলোর আঘাতে!
হয়তো আরও রক্ত লাগবে!
হয়তো লাগবে আরও লাশ!
হয়তো ঘাতকের হাতে বুলেটবিদ্ধ হবে
হাজারো রাজকন্যা!
হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা
শিশুটিও রেহাই পাবেনা যালিমের
বুলেট থেকে!
হয়তো লাশের বন্যা বয়ে যাবে
যাত্রাবাড়ি, বেড়িবাঁধ, রংপুর, নারায়নগঞ্জ গোটা বাংলাদেশ!
হয়তো হাজারও বেওয়ারিশ লাশ -
দাফন হবে আজিমপুর গোড়স্থানে!
খালি হবে হাজারো মায়ের বুক,
ভাই হারাবে হাজারো লক্ষ বোন!
তবুও একদিন আঁধার কেটে -
আসবে সোনালী আলো!
আসবে সত্যিকার মুক্তি!
আসবে স্বৈরতন্ত্রমুক্ত গনতন্ত্র!
This is a premium post.