ক্লান্তির নির্বাসন আর নির্মম আক্ষেপ নিয়ে বেঁচে থাকা
যাদের আত্নহত্যার কথা স্মরণ করিয়ে দেয়—
প্রিয়মুখ আতদের কাছে শুধুই পরিহাস
দুর্ভাগ্য পৃথিবীতে হেটে বেড়াচ্ছে—পা দুটো কি তুলে রাখবো?
আজও রাতের আঁধারে একদল মানুষ হৃদয় কুপিয়ে নির্ভুল শিল্প এঁকে যায়—
এসব দেখে মৃত্যুখেকো কসাইয়েরা ঘুমোতে সাহস করে না
এসব দেখে মৃত্যুখেকো কসাইয়েরা ঘুমোতে সাহস করে না
নক্ষত্রর বিপরীতে শরাব হাতে আমার রাত্রিভূক বাড়ে—
অবজ্ঞায় স্ফটিত হয় ভুল নির্মাণ ভুল শিল্প।
জীবনের কোনো প্রুফরিডিং হয় না বোলে জন্মের সমস্ত অভিশাপ নিয়ে
নতজানু হয়ে প্রার্থনায় পড়ে থাকি আজকাল।
হে ঈশ্বর অপরাধ জেনেও যে মৃতের বুকে ছুরি চালিয়েছে —
তার সিঁথির সিঁদুর দীর্ঘস্থায়ী হোক।
তার সিঁথির সিঁদুর দীর্ঘস্থায়ী হোক।