আলো জ্বালো
লিংকন
জ্বালো জ্বালো ! আলো জ্বালো,
জ্বালো শত প্রদীপের আলো!
দুর করো অন্ধকার সব,
দুর হয়ে যাক কালো!
সবুজ পৃথিবীটাকে ছেয়ে নিয়েছে,
অসুরের কালো ছাঁয়া!
রক্তচক্ষু রক্তদাঁতে ঝরছে
রক্ত লালা!
বিষবাষ্প ছড়িয়ে গেছে,
সমাজের ভাঁজেভাঁজে!
অত্যাচারীর অত্যাচারে আজ
বসুন্ধরা কাঁপে!
দিশেহারা যত মনুষ্য প্রাণ!
তেলাপোকার বেশে আর কতো!
শত প্রদীপের আলো জ্বালিয়ে,
এবার নব প্রভাতে জাগো!
This is a premium post.