মাংসপিণ্ড
"""""""""""""""""
ভাবতে ভাবতে আজ
বড় বেশি ক্লান্ত আমি ।
মস্তিষ্ক আমার অসার,
নির্জীব দেহবর।
চিন্তাগুলো হতাশার,
কালো চাদরে আবৃত।
সুখের স্বপ্নগুলোর স্থান
দখলে নিয়েছে দুঃস্বপ্ন।
মাথার উপরে আমার,
চিল শকুনের রক্তাভ দৃষ্টি,
তিক্ষ্ণ নখে,
খুবড়ে খেতে চায়,
বুকের মানচিত্র।
কালকেউটের
ফোঁসফোঁস শব্দ,
কর্ণকুহরে আঘাত
হানে বারবার।
আমি ভীত, স্থম্ভিত,
বাক্যহারা, কন্ঠহারা,
অনুভুতিহীন এক
মাংসপিণ্ড এখন।
"""""""""" লিংকন ।।
This is a premium post.