পোস্টস

কবিতা

ধর্ষক (প্রিমিয়াম)

৩১ জুলাই ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ধর্ষক!
"""""""""""""""""
লিংকন

ধর্ষক সেকি মানুষ নাকি
কোন জন্তু জানোয়ার?
নাকি নিকৃষ্ট কোন জীব?

ধর্ষক সেকি মাটি ফুঁড়ে আসা
কোন কীট নাকি
জারজ গর্ভে জন্মানো
প্রকৃতির এক বেজন্মা?

ধর্ষক সে কি শুধুই লালসাপূর্ন
এক বিবেকহীন মাংস পিন্ড,
নাকি রক্তমাংস ভোগ করা
এক জ্বলন্ত পিশাচ?

ধর্ষক সেকি ভয়ংকর দানব,
নাকি সাজানো গোছান বাগান
নিষ্পেষিত করা এক দৌত্য?

ধর্ষক যদি মানুষের আদলে
অমানুষ হয়ে থাকে,
তবে জ্বলে পুড়ে ছাড়খার
করে দাও তাকে।

দীর্ঘমেয়াদি বিচার আর
ক্ষমতার জোরে
পার পেয়ে যায় ধর্ষনকারী
তাই তো ধর্ষন বাড়ে।

কিসের আইন কিসের বিচার
তার জন্য হোক অবিচার,
জানাই যদি থাকে,
রিমান্ডে নিয়ে কালক্ষেপন
কেন তবে?

চৌরাস্তার মোরে,
কিংবা জনসম্মুখে,
আইনের উপর শ্রদ্ধা রেখে
পাথর ছুঁড়ে হত্যা করো তাকে।

তবেই ধর্ষক লুকাবে জানি
গভীর অন্ধকারে।
৩১/০৭/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।