হেয়ালি
লিংকন
জানতে চাইলেই বড় হেয়ালি করো !
বলি - কেমন আছো?
- এই তো বেঁচে আছি!
জানিই তো বেঁচে আছো!
আর বেঁচে আছো বলেই তো,
এখনও তোমার নিঃশ্বাসের শব্দ পাই।
পাই তোমার গায়ের ঘ্রাণ,
শুনি পদধ্বণি!
শত ক্লান্তিতেও পাই তোমার স্নিগ্ধতা!
তাতে সতেজ হই আমি!
বেঁচে আছো বলেই তো
এখনও স্বপ্ন জগতে হারিয়ে যাই!
হারিয়ে যাই শিরিষবনে,
ভাত শালিকের মতো মেতে উঠি
সাগর সঙ্গমে!
বড় হেয়ালি করো তুমি!
কেমন আছো বললেই বলো
- এই তো পরপারে যাইনি এখনও!
This is a premium post.