আমার রক্তে ভেঁজা বাংলাদেশ
কাঁদিস না আর,
কচিকাঁচারাও উঠেছে জেগে,
বুঝে নিতে অধিকার।
রক্তে ভেঁজা শার্ট তাদের,
আসাদের কথা বলে,
রক্তে আঁকা জুতা তাদের,
বীর শহিদের মনে পড়ে।
রঞ্জিত তাদের রক্তে ভেঁজা,
রাস্তার কালো পিচ,
রক্তে ভেঁজা তাদের বজ্রমুষ্টি,
সব ছিনিয়ে নিতে জানে।
কাঁদিস না মা এখনও আছে
তোমার বুকে বীর,
তোমার বুকে আঘাত এলে,
রবে না ওরা স্থির।