পোস্টস

কবিতা

কাঁদিস না বাংলা মা (প্রিমিয়াম)

১ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

কাঁদিস না বাংলা মা

লিংকন
০১/০৮/২০১৮

আমার রক্তে ভেঁজা বাংলাদেশ
কাঁদিস না আর,
কচিকাঁচারাও উঠেছে জেগে,
বুঝে নিতে অধিকার।

রক্তে ভেঁজা শার্ট তাদের,
আসাদের কথা বলে,
রক্তে আঁকা জুতা তাদের,
বীর শহিদের মনে পড়ে।
রঞ্জিত তাদের রক্তে ভেঁজা,
রাস্তার কালো পিচ,
রক্তে ভেঁজা তাদের বজ্রমুষ্টি,
সব ছিনিয়ে নিতে জানে।

কাঁদিস না মা এখনও আছে
তোমার বুকে বীর,
তোমার বুকে আঘাত এলে,
রবে না ওরা স্থির।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।