স্যালুট তোমায়
লিংকন
০১/০৮/২০১৮
সবাই পারে না,
কেউ কেউ পারে,
প্রতিবাদের ঝান্ডা হাতে,
অন্যাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
অভাগা দেশ পেয়েছিল ওদের,
৪৮' এ, ৫২' র ভাষা আন্দোলনে,
রফিক জব্বার সালামদের।
৭১'এ পেয়েছিলো শহিদ বীরদের।
৯০' এ পেয়েছিলো নূর হোসেনদের।
আজও জাতির ক্রান্তিকালে,
অনিয়মে অনিয়মে ক্ষয়ে যাওয়া,
রক্তাক্ত বাংলাদেশ পেয়েছে,
এবার এদের।
এদের রক্তেই উঠবে গড়ে,
স্বাধীনতার ভীত।
দূর হবে যতো অনিয়ম,
যতো অনাচার,
আঁধার কেটে আসবে,
সোনালি সূর্যের আলো,
জাগ্রত হবে দেশপ্রম।
স্যালুট তোমাদের,
সময়ের সূর্য সন্তানেরা।
This is a premium post.