Posts

কবিতা

সোনার জন্মভূমি (Premium)

August 1, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
সোনার জন্মভূমি!
"""""""""""""""""""""""""""""""""
লিংকন

বুকের পাঁজরগুলো আমার
মটমট করে ভেঙে যাচ্ছে,
কলিজার মধ্যে কে যেন
মরিচাধরা চাকু দিয়ে
এফোঁড়ওফোঁড় করে দিচ্ছে।
হাতুরি দিয়ে পেটাচ্ছে
মস্তিষ্কের শিরা উপশিরা।
অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে উঠছে
অসার নির্জীব মাংস পিন্ড।

সহ্য হয় না আর,
এতো অত্যাচার,
এতো ব্যাভিচার,
এতো খুন ধর্ষন,
অসহ্য জনজীবন।

কেন কেন কেন?
তবে কি আমরা ধর্ষক খুনি
জাতির দিতে অগ্রসরমান,
নাকি বর্বর নতুন প্রজন্মের
উর্বর আবাস হচ্ছে আমার
সোনার জন্মভুমি?

হবেই না বা কেন-
নীতিহীন রাজনীতি,
ধর্মহীন শিক্ষা,
ক্ষমতার অপব্যবহার,
নৈতিকতা বর্জিত
বিবেকহীন সমাজ ব্যবস্থা
নেতাদের ছত্রছায়া,
বিচারের দীর্ঘতা,
কি নেই আজ।

তাইতো ধর্ষক খুনিদের
মহীরুহ হওয়া।
ভাবতে পারি না আর।
তবে কি নেই এর
সঠিক সমাধান?

৫২'র ভাষা আন্দোলন
৭১'র মুক্তিযুদ্ধ
রক্তাক্ত শহীদের দেহ,
সম্ভ্রমহারা মা-বোনের অবদান
সবই কি বৃথা আজ?
এসব জালিমের হাতে।

মুক্তি চাই বাঁচতে চাই
চাই মুক্ত বাতাসে নির্মল শ্বাস।
চাই অনাচার মুক্ত
স্বাধীন বাংলাদেশ।
০১/০৮/২০১৭

This is a premium post.

Comments

    Please login to post comment. Login