পোস্টস

কবিতা

পাইনি স্বাধীনতা (প্রিমিয়াম)

১ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

পাইনি স্বাধীনতা!

লিংকন

স্বাধীনতার পঞ্চাশ বছর পরও
শাসকের গায়ে দেখি
বৃটিশ পাকিদের রক্ত!

বাংলায় জন্ম নিয়েও ওরা হতে পারেনি
বাংলার প্রকৃত সন্তান!
ওদের রক্তে জন্ম নেয়নি
বাংলার ঘ্রাণ!

চেতনার মেকি আবরণে
ওদের মস্তিষ্কে চলে
শোষণের নগ্ন নীল নকশা!

ওরা চেতনার নামে চুষে খায়
বাঙালির রক্ত!
গনতন্ত্রের নামে চলে স্বৈরতন্ত্র!
ঘুণপোকার মতো খেয়ে ফেলে
আমার পতাকা!

ওরা দিতে চায় না আমার
ন্যায্য অধিকার!
বৈষম্যে বৈষম্যে চলে শ্রেণীবিভাজন!

এখনও ওরা বুটের আঘাতে পিষ্ট করে
আমার স্বাধীনতার অধিকার!
আমার মুক্তির অধিকার!
আমার মৌলিক অধিকার!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।