Posts

কবিতা

প্রেম জাগে না বুকে (Premium)

August 1, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
এখন আর প্রেম জাগে না বুকে!

লিংকন
২৩/১১/২০২৩

এখন আর প্রেম জাগে না বুকে,
সেথায় এখন -
শুধু রক্ত খেলা খেলে!
বারুদ জ্বলে-
হাজারও পারমানবিক বোমার বিস্ফোরন ঘটে -
ঘটে অ্যাগ্নেয়গিরণ -
রক্তের ফোঁয়ারা ভেদ করে!
এখন আর প্রেম জাগে না বুকে!

দিকেদিকে অনিয়ম! দুর্বিচার!
নিয়মের কোন বালাই নেই,
নেই জবাবদিহি!
কিন্তু রুধিতে চাপ বাড়ে -
ধমনী শিরার মাঝে!
প্রিয়তমা -
এখন আর প্রেম জাগে না বুকে!

বজ্রমুষ্ঠি!
শানিত পেশী!
যুদ্ধের ডাক ডাকে -
মষ্কিকের প্রতিটি নিউরনে নিউরনে!
এখন আর প্রেম জাগে না বুকে!

বসন্ত আসে না!
ফাগুন আসে না!
ডাকে না কোকিল শালিক!
শুধু চৌত্রের দাবদাহে ঘর্মাক্ত শরীরে-
দাউদাউ আগুন জ্বলে-
বিস্ফোরিত চোখে!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login