Posts

কবিতা

সুবেহ সাদিক (Premium)

August 1, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

0
sold
সুবেহ সাদিক

লিংকন

বাঁধা যতো আসে আসুক
ভয় পেওনা পথিক !
আলোর দেখা পাবে তুমি,
কাছেই সুবেহ সাদিক!

বাঁধা ছিলো লাহাব- জাহেল,
কাফের মুশরিকেরা!
খড়কুটোর মতো উড়ে গেছে,
নেই তো এখন তারা!

সেই ইসলাম আজও আছে
থাকবে চিরকাল !
তারই আলোয় উদ্ভাসিত,
সকল মুসলমান!

নব্য যতো কাফের মুশরিক
হারিয়ে যাবে সবে ,
ভয় পেওনা পথিক আজি !
রুখবে তোমায় কে?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login