Posts

কবিতা

তোমার উপমা

April 27, 2024

সিয়াম

Original Author সিয়াম

আমি যখন মাটি হবো, তুমি ঠিক আমার সাথেই 
ফুল হয়ে গজাবে পৃথিবী দেখতে। 
তুমি যখন উজ্জ্বল তারা হবে, আমি তখন
অন্তরীক্ষের কালো হবো তোমায় ফুটিয়ে তুলতে৷ 

তুমি যেদিন অবসাদ হবে, আমি সেদিন হবো
বিশাল বড় শাদা মেঘের ভেলা। 
তুমি যেদিন শিশু হবে, তোমার গালের হাসির টোলে করবো আমি খেলা। 

তুমি যদি সমুদ্র হও, ঝিনুক হবো আমি। 
তুমি যদি পাহাড় হও, কিংশুক হবো আমি।
তুমি যদি স্বর্গ হও, শরাব হবো আমি। 
তুমি যদি নরক হও, সেই অনলে জ্বলবো অধম আমি! 

২১ সেপ্টেম্বর, ২০২৩। বৃহস্পতিবার। 
রাত ১১ টা ২৬। 

Comments

    Please login to post comment. Login