হামিদ ছোট একটি ছেলে। দেখতে গোলগাল। দেখলেই গালগুলো টানতে ইচ্ছা করে। তবে ছোটবেলা থেকেই তার সাইন্স ফিকশন পড়ার খুব শখ। সে প্রতিদিনই একটি করে সাইন্স ফিকশনের গল্প পড়ে। একদিন তার মা একটি গ্রামের গল্প লিখছিলেন। লিখতে লিখতে হঠাৎ কলমের কালি শেষ হয়ে যায়। তিনি হামিদকে ডাক দিয়ে বলেন, গিয়ে কালির দয়াত টা নিয়ে আসতে। সে দৌড়ে গেল,গালের দোয়াটা নিল এবং ছুটলো মায়ের টেবিলের দিকে। হঠাৎ সে পড়ে গেল। কালীর দুয়ারটা ভেঙে হাজার টুকরো। মা বকাবকি করলেন মারও জুটলো তার কপালে।