স্বৈরাচারের হিংস্র পদাঘাতে
শরীর জুড়ে জমা হোক সব ক্ষত
বুকের খুনে মলম হবো আজ
প্রিয় বোন আমার চলুক বিদ্রোহ।
স্বৈরাচারের কালো থাবায়
শাড়ির আঁচল জমিনে লুটাক, ছাড়ো
আমার মাথার নিশানে বুক ঢাকো
প্রিয় প্রেমিকা আমার চলুক বিদ্রোহ।
সামনে দাঁড়িয়ে গুলি করে দিল!
কারা হলো খুন, কারা তারা হায়েনা
কোটি সহোদর সিনা টান করে দাঁড়া
প্রিয় ভাই আমার চলুক বিদ্রোহ।
এই শ্রাবণে রক্তস্নানে শুচি হলো ধরা
আর কতো প্রাণে কাটবে মোহ,
স্বৈরাচারের টুঁটি চেপে ধর
প্রিয় সন্তান আমার চলুক বিদ্রোহ।