পোস্টস

কবিতা

কবিতায় লিখব খুনের বয়ান

৩ আগস্ট ২০২৪

আলতাফ শেহাব

জলপাই সবুজে জড়োসড়ো প্রতিটি রাজপথ
নগরে এমন শ্রাবণ আমরা চাইনি।
সাজোয়া ট্যাংকের পিঠে উদ্ধত রাইফেল হাতে
পথরোধ করে দাঁড়িয়ে থাকবে প্রহরি
এতো বিমর্ষ নিরাপত্তা আমরা চাইনি।

বাবার কোলে গুলিবিদ্ধ শিশু রিয়া গোপ
সন্তানহারা চোখে আজন্ম শোক চাইনি।
ঝাঁজাল কাঁদানেগ্যাস রুখতে গিয়ে
জনালার শার্শিতে গুলিবিদ্ধ হলো
কিশোর সামির, চোখের মনি ভেদ করে
মাথার খুলি ভেঙ্গে দিল ঘাতক বুলেট,
তাঁর মায়ের আজন্ম শূন্যদৃষ্টি চাইনি।
প্রকাশ্যে রাস্তায় খুন হলো আবু সাইদ
সরাসরি বুকে গুলি করে দিলো বাহিনী।
চোখেমুখে হাঁসতো ছেলেটা মীর মুগ্ধ
আমাদেরই অর্থে কেনা বুলেটে স্তব্ধ।
আছে এমন আরো শতশত খুনের বিবরণ 
কটা মুছবে রাষ্ট্রীয় শোকের কালো প্রহসন?

নিরাপত্তা ভিক্ষা চাইছে নিরাপত্তা বাহিনী
লাশের মিছিলে শামিল হচ্ছে ইউনিফর্ম
বিনা প্রতিরোধে ভেঙ্গে যাচ্ছে কারাগার
আমার বুকে তাক করে রাখা দেহরক্ষীর বন্দুক 
রক্ত¯্রােতে উপচে পড়ছে নালা-নর্দমার বুক 
জনতার মুখোমুখি লোভী রাজনৈতিকের মুখ 
লাশ কাটা ঘরে অগণিত লাশ পরিচয়হীন
ছাই হয়ে গেছে অন্তর্জাল যদিও তারহীন 
দিনের পর দিন বিভৎস সান্ধ্য আইন 
দিনের আলোয় সব দাবি মেনে নিবে ঠিক
অন্ধকার ঘনীভূত হলে দরোজায় ঠক ঠক 
রাষ্ট্রের সকল সান্ত্রী নির্ঘুম রুখে দিতে জনতা 
এ কোন প্রেতছায়া, কারা জনপদের ক্ষমতা।

আলমত নষ্ট করবে, ফাঁসিয়ে দেবে সহযোদ্ধাদের
প্রয়োগ করবে- মুছে দেয়ার আছে যতো কৌশল 
এজহারে বিবরণ লিখবে তোমাদের মতো ছলে! 
প্রতিটি সুরভিত নগর উদ্যানে জড়ো হবো আমরা
ঢেকে দিব যতো কোলাহল সব মিছিলে মিছিলে
কবিতায় লিখব খুনের বয়ান দেয়ালে দেয়ালে।