Posts

গল্প

ভালোবাসার গল্প ,,এই শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে।।

August 4, 2024

Deba Mondal

Translated by অনুবাদক

এই শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে। সঠিক মানুষ চিনতে শিখিয়েছে। কাকে কতটা বিশ্বাস করা উচিৎ তা শিখিয়েছে। তবে একটা জিনিষ কি জানোতো। যাকে আমরা সত্যি ভুলে যেতে চাই। উল্টে তাদের কথাটাই বেশি মনে পড়ে। মানুষ ভালো বাসা ভুলে যেতে পারে। কিন্তু,,মায়া এমন একটা জিনিষ ,,যেটা তোমার পিছু ছাড়বে না। একবার মায়ায় পড়ে গেলে সেখান থেকে মানুষ কখনো ফিরতে পারবে না। মায়া বড়ো অদ্ভুত জিনিস। কিছু কিছু আঘাত মানুষের ভিতর থেকে শেষ করে দেয়। মানুষ তাঁকেই ভুলে যেতে চায়। যে তাঁকে কাছে রাখতে চায়। মানুষ,,আসল ছেড়ে নকলের পিছনে ছুটতে থাকে। আমরা যার কথা ভুলে যেতে চাই। উল্টে তাঁর কথাটাই বেশি মনে পড়ে। কি আশ্চর্য না। একটা সময় আমিও সপ্ন দেখতাম। এখন সপ্ন দেখতে ভয় করে। যদি দুঃস্বপ্ন হয়ে যায়। যাকে নিয়ে সপ্ন দেখতাম।

সেই মানুষটাই হারিয়ে গেছে। তাই আর সপ্ন দেখিনা। নিজের সময় নস্ট করে যাকে সময় দিতাম। তাঁর কাছেই আমার জন্য আজ সময় নেই,,,,

Comments

    Please login to post comment. Login