ভালোবাসার দোকান দিও
লিংকন
০৪/০৮/২০১৮
তুমি একটা ভালোবাসার
দোকান খুলে বসো।
চৌঁপুথী মোড়ে নয়,
নয় জনাকীর্ণ কোন শহরে।
দোকান দিও তোমার,
লম্বা লোহার গ্রীল দেওয়া
কাঠের জানালার পাশে।
রোজ প্রভাতে তোমার কাছে
ভালোবাসা কিনতে আসবো।
কাগজের নোটে নয়,
নয় কোন ধাতব মুদ্রা দিয়ে।
লাল গোলাপ কিংবা
শিশিরে ভেঁজা রজনীগন্ধা অথবা
বকুলফুলের মালা দিয়ে,
কিনবো অমূল্য ভালোবাসা।
দেরী করো না যেনো,
হয়তো শুকিয়ে যেতে পারে,
আমার হৃদয়ের রক্ত থেকে
উৎপাদিত সুবাসিত ফুলগুলো।
তুমি ভালোবাসার একটা,
দোকান খুলে বসো।
This is a premium post.