১.কার খেলনা
তিন ছেলে মেয়ের জন্য একটা মাত্র খেলনা কিনে বাড়ি ফিরলেন মকবুল। বললেন,' যে ঘরে একদম লক্ষ্মী হয়ে থাকে, তোমাদের আম্মুর সব কথা শোনে, একদম চিৎকার-চেঁচামেচি করে না, সে-ই খেলনাটা পাবে।'
ছোট মেয়েটা বলে উঠল,' বললেই হয়, খেলনাটা তুমি রাখতে চাও।'
২. কে হলো কুপোকাত
এক লোক স্ত্রীর সঙ্গে ঝগড়ার ব্যাপারে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল।
স্বামী : দোস্ত, গত রাতে তো আমি আমার বউকে ঝগড়ায় একদম কুপোকাত করে ফেলেছি।
বন্ধু : বলিস কী রে! খুলে বল তো।
স্বামী : আরে, গত রাতে বউয়ের সঙ্গে ভয়ানক ঝগড়া হলো। রোজ তো আমিই হার মেনে নিই। কিন্তু গতকাল আমিও শুনিয়ে দিয়েছি কঠিন কঠিন কিছু কথা।
বন্ধু : তারপর?
স্বামী : তারপর আর কী! শুরুতে সে-ও তেড়ে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমার সামনে হাঁটু গেড়ে বসল। মাথা নিচু করে কথা বলল।
বন্ধু : তাই নাকি? বলিস কী! তা কী বলল?
স্বামী : বলল,' খাটের তলা থেকে বের হয়ে এসো কাপুরুষ কোথাকার!'
৩. গোবরের মতো স্বাদ
নতুন বউয়ের রান্না করা খিচুড়ি মুখে দিয়েই মুখ কোঁচকালেন স্বামী। বললেন,' কী খিচুড়ি রেঁধেছ? একদম গোবরের মতো স্বাদ।'
বউ বললেন,' হায়! এই লোক না জানি আর কী কী খেয়ে দেখেছে!'
( সংগৃহিত)