Posts

গল্প

তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব

August 4, 2024

Deba Mondal

Translated by অনুবাদক

তোমাকে ভালোবেসে নিজেকে গর্বিত মনে হতো। মনে হতো আমি সবকিছু পেয়ে গেছি। কিন্তু আমি বুঝতে পারিনি। যে , তুমি আমাকে শুধু সপ্ন দেখিয়েছো। কিন্তু,, সেই স্বপ্নের অধিকারী আমি নোই। আচ্ছা বলতে পারো,, আমাদের মতো মানুষের কি দোষ ছিল। শুধু মন থেকে ভালোবেসেছি। সেটাই কি দোষ,, একটা মানুষকে এত ভালো বাসার পর ও ,সেই মানুষটা কি করে চলে যায়। আমি সেটাই বুঝতে পারি না। তাহলে ভালো বাসার কি দরকার ছিল। ভালোবাসার পথে এত দুঃখ এত কষ্ট তবুও মানুষ ভালো বাসে। আসলে মানুষ ভালো বাসার ভিখারী। এখন তুমি চাইছো, আমি তোমার জীবন থেকে চলে যাই। এটাই তো, চিন্তা করো না, আমি চলে যাব। অনেক দূরে…আমি চাইবো, আমার দেহটা যখন চিতায় পুড়বে। দাউ দাউ করে,সেই চিতার ছাই টাও যেননা তোমার গায়ে এসপ্রর্ষ করে। আবার যদি কোন জনমে মানুষ হয়ে ফিরি। তাহলে ভগবানের কাছে একটাই জিনিস প্রার্থনা করবো। সব দিও এই দেহের মধ্যে ,, শুধু ভালো বাসাটা ছাড়া…। 

Comments

    Please login to post comment. Login