Posts

চিন্তা

ফেলনা।

August 6, 2024

Shoaib ahmed

Original Author শোয়াইব আহমেদ।

77
View

অনেক সময় কিছু জিনিষ ভুলে যেতে আমাদের এক জীবন কম পরে যায়। বস্তুত তা তেমন গুরুত্ববহও কিছু না। আবার অনেক সময় বহুল গুরুত্বপূর্ণ একটা জিনিষ আমরা বেমালুম ভুলে যাই।

বস্তু, জগত, জীবন এমন কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমাদের নিয়ে খেলা করে। এতদা সত্তেও ব্যাক্তি জীবনে খেলনা হয়ে আমরা হটকারিতা করে নিজেদের দাবী করি ঈশ্বর।

আমরা শুধুমাত্র একটা খেলনা যা দিয়ে পূর্ণ জগত সংসার খেলছে। যেভাবে ইচ্ছা চালাচ্ছে, ব্যবহার করছে। শেষে ফেলে দিচ্ছে অতল গহ্বরে। আবার ফিরিয়ে আনছে বাহারি গাছ, হরেক রঙা ফুল, ফুলের মধু বা মানুষ রূপে। চলছে জগত সংসার। হয়ে আসছি যুগের পর যুগ ধরে আমরা ‘ফেলনা’।

 

২৭.০৪.২৩

Comments

    Please login to post comment. Login