পোস্টস

কবিতা

আমিই বাংলাদেশ

৭ আগস্ট ২০২৪

MIZAN FARABI

আজ বিদায় শহীদ মিনার, স্মৃতির সড়ক ঢাকা

আবার ফিরবো, দাঁড়াবো আবার—

অধিকার ও দাবির কথা বলতে

অন্যায় ও জুলুমের কথা বলতে,

অসহায়, নিপীড়িত ছাত্র-জনতার পক্ষে

দাঁড়াবো আবার। 
 

আমি আবারও যুদ্ধের দামামা শুনি— দেখি বিজয়ের হাঙ্গামা। আমি চাই দ্রোহ, বারুদের গন্ধে প্রেম।
 

আমি দাঁড়াবো ওই প্রেম ও ভালোবাসার পক্ষে। বীরের মতো বুক পেতে দেয়া আমার ভাই আবু সাঈদের পক্ষে। দাঁড়াবো— পানির আওয়াজ তুলে শহীদ হওয়া সেই মুগ্ধের পক্ষে। আমাদের দাবি, অধিকার আদায়ে দাঁড়াবো আহতদের পক্ষে, দাঁড়াবো— অকাতরে জীবন দেয়া অগণিত শহীদের পক্ষে। 
 

মিছিলের সব হাত আমার, আমার উচ্চ শির,

আমি হয়ে উঠি আন্দোলনের স্রোত, হঠাৎ জ্বলে উঠা বীর, আমি— দাবানল, ফুলকি, মিছিলের সেই কন্ঠ,

শোষিতের পক্ষে দাঁড়িয়ে করে দেই সব লন্ডভন্ড।
 

আমি বীর চট্টলা, রাজশাহী, রংপুর, আমি উত্তাল ঢাকা, যেন আন্দোলনের স্রোত ঘুরিয়ে একা বিপ্লব হয়ে থাকা। আমি সম্মুখ পানে চেয়ে থাকি, পুলিশের চোখে রাখি চোখ, ভয় করিনা ওই শাসকের রক্তচক্ষু, বুলেট— বোমায় মৃত্যুর হুলিয়া, আমার এই ভাই মরার শোক।
 

আমি ঝরে যাওয়া ফুল হয়ে যাই, হয়ে যাই উড়ে যাওয়া অস্তরাগের পাখি, আমি শহীদ হয়ে ওই খোদার আরশ থেকে চোখ মেলে রাখি।
 

আমি বিজয় চাই— চাই তোমাকে, যেখানে আমরা মানুষ হয়ে বাঁচি। আনন্দের ফাগুন হয়ে থাকো আমার পাশে; হিংসা, ক্লেদের ঊর্ধ্বে সবারে রাখি। 
 

তোমরা শহরে এসো, হাত ধরে হাঁটো, হাঁটো রাজপথে সেই শহীদ মিনার থেকে বাংলার বুকে, আমি হবো গান, তোমাদের প্রাণ, বিজয়া লক্ষী নারীর সুখে।
 

আমি দাঁড়াবো— ইনসাফের পক্ষে ঘুরে দাঁড়াবো আবার। তোমাদের সাথে মিশে। দাঁড়াবো শ্রমিক, কৃষকের সাথে, যেন আমিই বাংলাদেশ, এই আহত বাংলাদেশে।

 

▪️

৩৫ জুলাই,২০২৪