এ কেমন দেশ;
যেথায় অধিকার দাবিতে
ছাত্রের বুকে বিদ্ধ বুলেট, রক্তাক্ত সমাবেশ!
এ কেমন দেশ;
যেথায় শেয়াল-কুকুর, শকুনের ভক্ত,
আইনের পোশাকে হায়েনা গুলো ধরেছে ছদ্মবেশ!
এ কেমন দেশ;
হায়েনার থাবায় নিষ্পাপ শিশু;
আর রইলো কী অবশেষ?
এ কেমন দেশ;
যেথায় নাগরিক অধিকার বাকরুদ্ধ,
স্বাধীন দেশে আমি আজ অবরুদ্ধ,
রাজপথে ঝরে টকবগে লাল রক্ত।
এ কেমন দেশ;
যেথায় রাজনীতি বোঝে না,
কী ন্যায় আর কী অন্যায়,
শত শত লাশের বোঝা কে নেবে এর দায়?
এ কেমন দেশ!
যেথায় আমি আজ বিদ্রোহী,
এক দল বলে আমি নাকি দেশদ্রোহী।
এ কেমন দেশ!
স্বাধীন হয়েও পরাধীন আমার বাংলাদেশ।