পোস্টস

কবিতা

ছন্দ পতন (প্রিমিয়াম)

৮ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ছন্দপতন
""""""""""""'""""""""
লিংকন

প্রিয়তমা এই তো চন্দ্রগ্রহণে
রেশ মাত্র কাটেনি,
জ্যোৎস্নালোকিত মধুময় রাত যেন
ভয়াল দানবের তান্ডবে দিশেহারা,
অন্ধকারচ্ছন্ন হয়ে দুরুদুরু কাঁপছে
আদিম কোন পাহারি গুহায়।

তেমনি প্রিয়তমা,
হঠাৎ তুমিও কেন জানি,
চন্দ্রগ্রহণের মতো
আমার আলোকিত সুশোভিত
প্রস্ফুটিত জীবনকে নিমিষেই
অন্ধকারের অতলে তলিয়ে দিলে।

কেন? কেন প্রিয়তমা হারিয়ে গেলে?
সারাটি দিন পাগলের মতো
খুঁজেছি তোমায় এদিক সেদিক,
নাওয়া খাওয়া ভুলে গিয়ে।
অভুক্ত আমি ক্লান্ত পরিশ্রান্ত
নির্ঘুম নির্জিব দেহে যেন
জীবন্ত লাশ হয়ে ধুঁকেধুঁকে
প্রতিক্ষার প্রহর গুনছি,
তুমি ফিরে আসবে বলে।

প্রিয়তমা চন্দ্রগ্রহণ সূর্য গ্রহনের পর
পৃথিবী আবার প্রাণ ফিরে পায়,
ফিরে পায় আলোকিত জীবন।
তুমিও জানি আসবে ফিরে,
ফিরে পাবো আমিও প্রাণ।
০৯/০৯/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।