Posts

গল্প

সেও আমাকে কথা দিয়েছিল, পাশে থাকবে বলে।

August 8, 2024

Deba Mondal

89
View

সেও আমায় কথা দিয়েছিল, সারাজীবন পাশে থাকবে।

কিন্তু,সে কথা রাখেনি। কিছু অভাগা মানুষ ও এই পৃথিবীতে আছে। যারা জানে সে মানুষ টাকে কখন পাবো না আমি। তবুও না জানিয়ে আড়াল থেকে সারাজীবন ভালোবেসে যায়। তবে একটাই কথা মনকে বারবার জিজ্ঞাসা করে। কি অপরাধ করেছিলাম আমি।

কেনোই বা এতবড়ো শাস্তি পেলাম আমি। তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে কাছে এসে ছিলে কেন। তাহলে কি আমি তোমার ভালো বাসার যোগ্য ছিলাম না। নাকি আমি তোমার কাছে একটা খেলার পাএ মাএ। খেলার শেষে আমাকে ছুঁড়ে ফেলে দিলে।

আমি বড্ড ভেঙে পড়েছি। নিজেকে প্রত্যেকদিন একটু একটু করে শেষ করে দিচ্ছি।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আচ্ছা , ভালো বাসা কি সত্যি এত অসহায়। নাকি আমাদের মতো মানুষের ভালো বাসতে নেই। সত্যি মন যার সঙ্গে থাকতে চায়।

ভাগ্য তাঁর সঙ্গে থাকতে দেয়না। এটাই বাস্তব তুমি মানো বা না মানো, এটাই সত্য। এটাই দুনিয়ার নিয়ম।

পুরুষ তাঁর শখের নারীকেই হারায়। খুব কাছের মানুষদের অভিনয় দেখতে দেখতে ,আমি আজ ক্লান্ত।

আমার এখন কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না…

Comments

    Please login to post comment. Login