আপনি জানেন কি?
আকাশে ভাসমান মেঘের ভরঃ
আমাদের অনেকেরই ধারনা মেঘ হয়তো তুলোর মতো হালকা ভাসমান বস্তু, কিন্তু আসলে তা নয়। আকাশে ভেসে বেড়ানো এক খন্ড সাধারন আকারের মেঘের আয়তন আমরা খালি চোখে যা দেখি, তার চেয়ে অনেক গুন বেশি। তাই এর ভরও অনেক বেশি হয়ে থাকে। এ রকম এক খণ্ড মেঘের ভর একশোটি হাতির চেয়ে বেশি অর্থাৎ প্রায় দশ লক্ষ পাউন্ড!