পোস্টস

কবিতা

সমসাময়িক (প্রিমিয়াম)

৯ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

সমসাময়িক !

লিংকন
০৯/০৮/২২

নতুনদিন আসবে, সত্যের বাণী নিয়ে!
নতুনদিন আসবে, সুন্দর আগামী নিয়ে!
এ প্রতীক্ষায় কেটে যায় বছরের পর বছর!
যুগের পর যুগ!
অথচ নতুন দিনের দেখা নেই!
হয়তো সে হারিয়ে গেছে মারিয়ানা ট্রেন্সের অতলান্তে!
যেখানে আর নবসূর্যাদয় হবে না!
হবে না অন্ধকারের প্রস্থান!

হয়তো নতুনদিন তাদের জন্য
যাদের স্পর্শে সুইচব্যাংক ফুলেফেপে উঠে!
আয়তন বাড়ে বেগমপাড়ার সীমান্তঘেঁষে।
নতুনদিন তো তাদের জন্য হয় আশীর্বাদ!

তাদের চুষে খাওয়ার নীতিতে
আমরা হই হাড্ডিসার।
মলিন ছেঁড়া কাপড়ের ফুটো দিয়ে দর্শিত!
ধুঁকধুঁক করা পাঁজরের হাড়!

সততার মুখোশের আড়ালে,
আমাদের সবুজগল্প শোনানো হয়,
দেখানো হয় নতুনদিনে স্বর্ণালীরূপ!

হ্যাঁ সভ্যতার হাত ধরে নতুনদিন আসে,
দিন আসে ভয়ানক দুঃশ্চিন্তার, হতাশার।

স্বপ্নভরা নতুনদিনে দেখি দ্রব্যমূল্য আকাশছোঁয়া!
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা মধ্যবিত্তের ভেঁজাচোখ।
গরীবের নদীর মতো ধমনি শিরা বের হওয়া শুষ্ক হাত পাতার করুন চাহনি!

জ্বালানীর ডানা উর্ধ্বঃমুখি,
যানবাহন অশনিসংকেত!
বাড়িভাড়া বাড়ে সমানতালে!
বাড়ে মৌলিক অধিকার রক্ষার দাম।

নতুনদিন, আসবে আসবে করে,
চারদিক ঢেকে ফেলে ঘোর আঁধার,
মানুষ আর বেঁচে থাকে না,
এখন মানুষ বেঁচে থাকার নাটক করে মাত্র!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।