পোস্টস

কবিতা

তুমি ভালো নেই (প্রিমিয়াম)

৯ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

তুমি ভালো নেই?

লিংকন

নীল আকাশে কালমেঘের ভেলা,
মেঘে মেঘে চলছে ঘর্ষণ,
বিদ্যুৎ চমক থেকে থেকে,
মেঘের কান্না
বৃষ্টি হয়ে ঝরে অবিরাম।

বায়ু কম্পনে,
গাছে গাছে চলে দানবীয় নৃত্য,
পাখিদের চিৎকার,
পথঘাট পিচ্ছিল,
পথিক মনে আতঙ্ক।

দূর হতে ভেসে আসে
এক করুণ সুর,
এক মুঠো বাতাস এসে
কানে কানে জানিয়ে দিলো আমায়,
তোমার মন ভালো নেই,,

সত্যিই কি তুমি ভালো নেই প্রিয়তা?

এটি একটি প্রিমিয়াম পোস্ট।