হায়রে দেশ!
"""""""""""""""""""""""
লিংকন
হায়রে দেশ!
হায়রে স্বাধীনতা!
হায়রে বিচার!
হায়রে মানবতা!
তোমরা এখন ক্ষমতাধার
অর্থঃশালী মানুষের হাতে
বন্দী জটাধরা ঘুণে ধরা,
উইপোকা সর্বস্ব এক দেহ।
তনু মরেছে রীমা মরেছে
মরেছে মাধবীলতা,
খুন ধর্ষন অত্যাচার আজ
হয়েছে গা সওয়া।
মেডিকাল রিপোর্ট, ময়নাতদন্ত
যতো তদন্ত আছে,
ক্ষমতা আর টাকা দিয়ে ওরা
নেয় যে নিজের করে।
জবাবদিহিতার নাইতো বালাই
অফিস আদালতে,
যে যেমন পাচ্ছে দেখো
খাচ্ছে লুটেপুটে।
রাঘববোয়াল রুই কাতলায়
দেয় না কেহ হাত,
চুনোপুঁটি দুর্বলদের যেনো
পড়ছে পেটে লাথ।
ক্ষমতার অপব্যবহার
বাড়ছে দিনেদিনে,
মানবিকতা তাইতো আজ
কেঁদে ফিরে মরে।
বৈষম্য আর আনাচারে
যাচ্ছে ভরে দেশ,
কেমন করে বলি আমার
সোনার বাংলাদেশ!
চাইনি মোরা এমন দেশ
রক্ত সম্ভ্রম দিয়ে,
চেয়েছি মোরা সোনার বাংলা
সোনা ফলে যাতে।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।