Posts

কবিতা

দোয়েলের শিস

August 9, 2024

MIZAN FARABI

343
View

পাহাড়ে পাখির ডাক। ঘুম থেকে উঠেই দেখি সকালের নরম আলোর সূর্য। হিম বাতাসে কেবল পরিস্কার হওয়া আকাশ। শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া বাতাসে বুনোফুলের কেমন মাতাল করা গন্ধ। ফুলের সৌরভে উড়ে যাওয়া মৌমাছি, ছোট পাখির দল। গোল টেবিলের পাশে গাব গাছটায় দোয়েলের শিস যেন ঘোর লেগে যাচ্ছে। সমস্ত নীরবতা ভেঙে জাগছে গ্রাম, প্রকৃতির কোলাহল।

Comments

    Please login to post comment. Login