পোস্টস

কবিতা

দোয়েলের শিস

৯ আগস্ট ২০২৪

MIZAN FARABI

পাহাড়ে পাখির ডাক। ঘুম থেকে উঠেই দেখি সকালের নরম আলোর সূর্য। হিম বাতাসে কেবল পরিস্কার হওয়া আকাশ। শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া বাতাসে বুনোফুলের কেমন মাতাল করা গন্ধ। ফুলের সৌরভে উড়ে যাওয়া মৌমাছি, ছোট পাখির দল। গোল টেবিলের পাশে গাব গাছটায় দোয়েলের শিস যেন ঘোর লেগে যাচ্ছে। সমস্ত নীরবতা ভেঙে জাগছে গ্রাম, প্রকৃতির কোলাহল।