গমনাগমন!
লিংকন
১১/০৮/২২
আমার স্বচ্ছ নীল আকাশে
মুক্ত বিহঙ্গিনি তুমি!
লাল, নীল, সবুজ নানান রঙের ঘুড়ি উড়াও!
স্বেচ্ছাচারী রাজার মতোই সুতো লাটাই হাতে!
ভাসাও যতো স্বপ্নডানা!
সাদামেঘের ভেলা ঘেঁষে!
ইচ্ছে মতো যাওয়া আসা তোমার।
অথচ আমার পৃথিবীতে আমিই পরাধীন,
বটগাছের মতো আড়ষ্ট নিশ্চল।
আমারই ছাঁয়ায়,
আমারই শাখায় -
বউ-ছি, গোল্লাছুট খেলায় উল্লসিত তুমি
চড়ুইপাখির মতো।
আর আমি তোমার যাওয়া আসা খেলায় বিপর্যস্ত এক নাম।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।