চলমান জীবন
লিংকন
১১/০৮/২৩
জীবন চলছে গরুর গাড়ীর মতোই
ক্যাঁচক্যাঁচ করে!
চলছে পালতোলে নৌকার মতো
শ্লথগতিতে!
জীবন থেমে থেমে চলছে,
দুঃসময়ের বাতাসে ভর করে!
থেমে থাকার অজুহাত নেই!
নেই ক্লান্ত পরিশ্রান্ত দিনে,
এক টুকরো স্বস্তির শ্বাস নেওয়া অধিকার !
আসলে জীবনটাই বুঝি এরকম!
চলছে তো চলছেই!
কখনও শম্বুকগতিতে,
কখনও বা হাওয়ার গতিতে!
দিন শেষে হিসেব কষে দেখি
কিছুই নেই তাতে,
যোগ বিয়োগের খাতায়
ফলাফল সেই শূন্য!
This is a premium post.