সাফল্যে বিচলিত অগনন বন্ধু সহচর
দেখিবে তাদের
চিরচেনা হাসিমুখ কেমন
ম্লান হয়ে আসে
দেখিবে পাছে তারাই
পরাজয়ে তোমার
নির্লিপ্ত বাঁকা হাসি হাসে
অথচ
সাফল্যের পুষ্পমঞ্জরিই যদি আরাধ্য সবার
তবে
পায় কি সে নাগাল তাহার?
ঈর্ষার এ এক বিরলতম যাদু!
ঘুমাতে দেবে না তারে
দেবে না হতে সুখী;
এ এক নিঠুর যাতনার নাম
অমোঘ প্রহার?
This is a premium post.