Posts

বাংলা সাহিত্য

ঈর্ষা.. (Premium)

April 29, 2024

নাসির আমিন

Original Author নাসির আমিন

সাফল্যে বিচলিত অগনন বন্ধু সহচর
দেখিবে তাদের
চিরচেনা হাসিমুখ কেমন
ম্লান হয়ে আসে

দেখিবে পাছে তারাই
পরাজয়ে তোমার
নির্লিপ্ত বাঁকা হাসি হাসে

অথচ
সাফল্যের পুষ্পমঞ্জরিই যদি আরাধ্য সবার
তবে
পায় কি সে নাগাল তাহার?

ঈর্ষার এ এক বিরলতম যাদু!

ঘুমাতে দেবে না তারে
দেবে না হতে সুখী;
এ এক নিঠুর যাতনার নাম
অমোঘ প্রহার?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login