অনুগ্রহ করে কৃত্রিম না হয়ে প্রাকৃতিক হউন।
কবে, কিভাবে সব কিছু এতো সস্তা হয়ে গেলো?
এক সময় কারো দেয়া ত্রিশ টাকা দামের একটা কলম কত যে দামী ছিলো। একই কলম এখন যার দাম ২০০ টাকা, তবু সেটাকে এখন খুব সস্তা মনে হয়। একটা ছোট উপহার কাউকে দেয়া যাচ্ছে না। একটা কলম কিভাবে উপহার হিসেবে দেয়। দশটা কলমের এক বক্স দেই, সাথে কালার পেন্সিল দেই চব্বিশটা!
না আজকাল তাতেও হচ্ছে না। ৫ বছরের একটা শিশুর জন্মদিনে এক হাজার টাকা মূল্যের খেলনা দিতে গিয়ে মনে হয়, হয়তো কম হয়ে গেলো!
কেনো?