Posts

গল্প

ইনসাইড ইনসেক্ট (Premium)

August 14, 2024

হাদিউজ্জামান আসাদুল্লাহ

0
sold
গতকিছুদিন ধরে আমি যা সন্দেহ করেছিলাম তাই প্রতিনিয়ত সত্যি বলে জানান দিচ্ছে আমাকে।
যদিও জানি আমার কথা কেউই বিশ্বাস করবেনা এমনকি আমাকে পাগল ভাবাও অস্বাভাবিক নয়।
আমার মাথার ভেতর প্রতিনিয়ত পোকাগুলো নিজেদের জানান দিচ্ছে।

হয়ত ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে আমাকে। কিন্তু এরপরও আমি এ বিষয়ে কাউকে কিছু বলতে সাহস পাইনি।কিন্তু এখন ব্যাপারটা বলতেই হবে বড্ড দেরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
তবে ঘটনাটা খুলেই বলি।এই সপ্তাহ খানেক আগেই টের পাই ব্যপারটা রাতের বেলা ঘুমের সময় কি যেন আমার কানের ভেতর ঢুকে পরে। প্রথম প্রথম মনের ভুল ভাবলেও সেগুলোকে আমি অনুভব করতে থাকি।

কান দিয়ে আমার মাথায়। আমার মাথায় বাসা বেধেছে কিটগুলো।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login