মহল্লায় মসজিদ এবং স্কুলের মধ্যবর্তী জায়গায় একদিন বহুপুরোনো মুদি দোকানটি ভাঙ্গা হলো।অনেকের চোখে হয়ত বিষয়টি নজরে এসেছে কিন্তু দোকানটি মহল্লার একমাত্র মুদি দোকান না হওয়ায় ঘটনাটি তেমন আলোচিত হয়নি অথবা মহল্লাবাসীকে তেমন আলোড়িত করেনি। হয়ত যারা মুদি দোকানিকে ভালোভাবে চিনত অথবা যাদের সাথে তার ভালো রকমের সখ্যতা ছিলো তারা এ বিষয় নিয়ে দোকানির সাথে আলাপ করেছে। দোকানি হয়ত তার নতুন কোন ব্যবসায়িক উদ্দ্যোগ এর কথা আগ্রহীদের বলেছে অথবা এই জায়গাটি যে বর্তমানে ব্যবসায়ের জন্য অনুপযুক্ত এবং এখানে যে তার পক্ষে আর কোনভাবেই ব্যবসা চালানো সম্ভব না তাই হয়ত বলেছে।এর বেশি আর কিছু ধারণা করা যায় না।
কিছুদিন পরে মহল্লাবাসী যখন এ বিষয়টি প্রায় ভুলতে বসে অথবা পুরোপুরিই ভুলে যায়।মুদি দোকানদার এবং দোকানটি যখন অনেককিছুর ভেতর চাপা পড়ে যায়।