অভিমানী ভালোবাসা
"যদি কখনো আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলব তোরই ইশারায়, ঐ অজানা দিগন্তে!"
চিঠিটা পড়ে চোখের জল যেন বাধা মানছে না নিলার!
তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোন দেয়- ওপাশ থেকে সুন্দর একটি অটোমেটেড কণ্ঠে ভেসে আসছে
- আপনার কাঙ্খিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না!
হু হু করে কেঁদে ওঠে নিলা,
রাতেই গাড়ি নিয়ে একা বেড়িয়ে পরে রাকিবকে খুঁজতে তবে সারা শহর খুঁজেও আর রাকিবকে পায় না।
পাবে কি করে?
সে যে আজ দূরে হারিয়ে গেছে, অনেক অনেক দূরে, সারা শহর কেন, পুরো পৃথিবীটাও খুঁজলেও রাকিবকে আর নিলা দেখতে পারবে না।
This is a premium post.