আমার বাবার আত্মবিশ্বাস
চলে আসার সময় এখনো আমার মা আমার হাতে একটা এক লিটারের কোক বা স্প্রাইটের বোতল গুজে দেয়। কারন আমি ছোট বেলায় কোক বা স্প্রাইট খুব পছন্দ করতাম। তাঁরা ভাবে আমি সেই ছোট্ট ছেলেটি আজও আছি! কত্ত বার যে না করি এর পর ও দেয় কারন সেই সবুজ বোতল ভরা স্প্রাইট থাকে না, আমার মা, বাবার নিখাদ ভালোবাসা থাকে। সেই বোতলে চুমুক দিয়ে আমার এখনো মনটা জুড়িয়ে যায়।
আমার বাবা এখনো আমি একটু নিরাশায় মুশড়ে পড়লে আদর করে বলে, বাবা রে জীবনটা হলো ইসিজির কার্ভের মতো, খালি উঠে আর নামে। স্ট্রেইট লাইন হলে কি মানুষ বেঁচে থাকে?
ভালো থেকো আমার ভালোবাসার প্রিয় মা-বাবা।