Posts

চিন্তা

তফাত

April 29, 2024

Gm Emon

Original Author ইমন গাজী

Translated by ইমন গাজী

ফুল ওর উপরও ছিলো আমার উপরও ছিলো। 

বান্ধবী ওরও ছিল বন্ধু আমারও ছিল। 

কাজী ওখানেও ছিলো, মাওলানা এখানেও ছিলো

ওর হাসি ওইখানে, আমার কান্না এইখানে 

ও সেজেছে, আমাকে সাজানো হইছে। 

ও উইঠা গেছে, আমারে উঠানো হইছে। 

তফাত শুধু এইটুকুই, যে, ওরে আপন কইরা নিছে, আর আমারে দাফন কইরা দিছে 🙂

Comments

    Please login to post comment. Login