পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০০৩: ঘুমের ঘোরে এসেছিলে

১৯ আগস্ট ২০২৪

তারিক হোসেন

সুখী, সেদিন তুমি  ঘুমের ঘোরে এসেছিলে, অনেক ভালো বেসেছিলে।
বুকের মাঝে রেখেছিলে, অনেক আলো জ্বেলে ছিলে ।

আমি চেয়েছিলাম জাগরণে, কাছে রবো অকারনে;
সুখে-দুখে তোমার সনে, বাসবো ভালো সর্বক্ষণে।
তোমার মুখের মিষ্টি সরে, শীতল হবো পরান ভরে;
তোমার হাতের পরশ মেখে, সুখেরব জীবন ভরে।

আমি চেয়েছিলাম দক্ষিনা দ্বারে, পাশাপাশি দুজনারে;
টুনটুনির ও গানের সরে, বেলি ফুলের মালা পড়ে।
হাসনা হেনার গন্ধ মেখে, ভালোবাসার পরশ একে;
হারিয়ে যাবো মনের মাঝে, সকাল বিকাল সন্ধ্যা সাজে।

আমি চেয়েছিলাম আপন করে, জীবন মরণ রবো তরে;
পাখির মত বাসা করে, বাসবো ভালো জীবন ভরে। 
সুখে দুখে ছায়া হয়ে, তোমায় রাখবো মায়ায় ভরে;
তোমার বুকে স্বর্গ করে, সুখেরব জীবন ভরে।