Posts

কবিতা

বৃষ্টি বিলাস

August 19, 2024

নাসির ফরহাদ

282
View

মেঘে মেঘে আধার কালো আকাশটা যায় নুয়ে,

মেঘে ভাসার গল্প শুনি বৃষ্টি বিলাস হয়ে।

হৃদয় ফাটা বোবা কান্না বৃষ্টি হয়ে ঝরে।

ঝরঝর বাদল ধারায় কষ্টরা যায় ধুয়ে।

বৃষ্টির ছোঁয়ায় আবেগি মন, হয়েছে আজ মাতাল।

মন ময়ূরী পেখম মেলে, নাচে উথাল পাথাল।

জলের স্রোতে সিক্ত কদম, পাঠায় গোপন চিঠি

প্রবল খরায় কাঠফাটা মন, বৃষ্টি  পেয়েই বাঁচি।

এক মুহুর্তেই বদলে গেছি, করছে সবাই বলবলি।

জলের মাঝে সকল কষ্ট, দিলাম আজকে জলাঞ্জলি,

কচি কোমল প্রেমের বৃষ্টি, জলতরঙ্গ  খেলে গেল।

তোমার প্রেমে, মেঘের প্রেমে, প্রেমে ধারা বইয়ে দিল।

আজকে আকাশ স্নিগ্ধ নীলে বাড়ালো তার বিশালতা,

কষ্টের কালো,মেঘের কালো কাঁটালো সকল পঙ্কিলতা।

বাঁধ সাধেনি জীবন ধারায়, বাঁধ সাধেনি বেচে থাকায়।

মেঘে মেঘে অনেক বেলা, কেটে গেল বৃষ্টি ধারায়।

Comments

    Please login to post comment. Login