পোস্টস

কবিতা

কাপুরুষ (প্রিমিয়াম)

২০ আগস্ট ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

কাপুরুষত্ব ধারণ মোদের!

লিংকন
২০/০৮/২০১৯

কাপুরুষে কাপুরুষে ছেঁয়ে আছে বাংলার মাটি,
অতীতের বীর বাঙ্গালিরা জন্ম দিয়ে গেছেন,
একটা স্বাধীন বাংলাদেশের।
এর উর্বর মাটিতে জন্ম নিয়েছে,
মেকী দেশপ্রমিক কোটি কোটি অমানুষ।
জন্ম নিয়েছে মানবতাহীন,
কিছু স্বার্থপর কীটসম কাপুরুষ।

কেউ কেউ আছেন দুর্নীতিতে অভ্যস্ত,
কেউ আছেন মানুষ ঠকাতে ব্যস্ত,
কেউ বা আবার ভেঁজালে ভেঁজালে,
পঙ্গু করতে ন্যস্ত বাঙ্গালী জাতিকে।
আবার কেউ কেউ ব্যস্ত,
ধর্মকে পুঁজি করে,
মানুষে মানুষে সম্প্রীতির ভাঙ্গন ধরাতে!

বাকি যারা আছেন এদের বিবেক ভোঁতা,
গুজবে আত্মহারা,
ভালমন্দ কিছুই বোঝে না।

দেশ যাক্!
জাতি যাক!
যাক পুরোটাই ধ্বংস হয়ে!
তবুও জাগবে না ,
সোনালী সূর্যের আশায় এরা বসে থাকবে,
আর কপাল চাপড়িয়ে বলবে --
" সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করো "।

এরা শুধু জানে,
ঘাস ফড়িংয়ে মতো,
মাথা নীচু করে খেতে!

আমিও কি এদের বাইরে?
মোটেও না,
কেননা আমার রক্তেও জন্ম নিয়েছে আজ
কাপুরুষের এক নিকৃষ্ট আত্মা!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।