সর্বনাশা প্রেম!
লিংকন
হয়তো ওপারের সবুজ বাতি দেখে,
খুশির জোয়ার উঠে মনে !
হয়তো মনে হয়, এই বুঝি পেলাম তোমায়!
রাতভর লক্ষিপেঁচার মতো জেগে থাকা!
হাসিতে - খুনসুটিতে কেটে যায় সময়গুলো!
হয়তো মান-অভিমান চলে রাত্রিভর!
কাক ডাকা ভোরে সম্বিৎ ফিরে পাও তুমি!
অথচ পবিত্র সঙ্গী ঘুমিয়ে থাকে
তোমারই পাশে,
তোমারই মেকী ভালোবাসার চাদরে আবৃত হয়ে
পরম নির্ভরতায়, পরম বিশ্বাসে!
তবুও তুমি মিশে থাকো-
ওপারের সেই মায়াবতীর মোহে!
পরকীয়ার নিষিদ্ধ জালে!
কতটা নির্লজ্জ তুমি!
কতটা হীন নীচ!
কতোটা জঘন্য
তোমার অপবিত্র আত্মা!
বিশ্বাসঘাতক তুমি -
তোমার মুখগহ্বরে চর্বিত পঁচা মাংস!
শুকুরের মতো ঘোঁতঘোঁত করে যাও,
দুর্গন্ধময় নর্দমা ডাস্টবিন!
ওপারের সবুজ বাতিটা দেখলেই
তুমি উদ্বেলিত,
মরা গাঙ্গে তোমার প্রেমের জোয়ার বয়ে যায় দেহে !
অথচ, তুমি নিজেই জানো না,
ভার্চুয়াল প্রেমের সর্বনাশা খেলা!
তুমি দেখো!
তুমি শোন!
অথচ বাঁধভাঙা স্রোতের ন্যায় এগিয়ে যাও
বিষাক্ত ভুজঙ্গের ছোঁয়া নিতে!
ধ্বংস তোমার!
ধ্বংস তোমার সুখের নীড়!
ধ্বংস তোমার পবিত্র নীল আকাশ !
" মিথ্যে সুখের লাগিয়া তুমি,
হারাও হালাল সুখ!
ভার্চুয়াল প্রেমে ধ্বংস তোমার,
বাড়বেই শুধু দুখ!"
২০/০৮/২০২২
This is a premium post.