Posts

কবিতা

বাজার গরম

August 20, 2024

নাসির ফরহাদ

মরিচেতো ঝাল নাই রে ঝাল মরিচের দামে 

মরিচ কিনতে গেলে এখন ক্রেতার শরীর ঘামে।

আলু, বেগুন, পটল ঢেড়স, সব কিছুর দাম আকাশ ছোঁয়া

কেউ কিনে না আস্ত রসুন, কিনে এখন রসুন কোয়া।

সূর্যালোতে আল্ট্রা রশ্মি, বাতাসেতে সীসা 

সি এফ সি আর পেঁয়াজ ঝাঁজে মানুষ হারায় দিশা।

মাছ মাংস শিকেয় তুলো ডিমের দামে সর্ষে দেখে,

দোকানির সাথে কথা বলতে হয় যে এখন মেপে মেপে।

বাজার দামে মধ্যবিত্ত চলছে এখন কুজু হয়ে,

কোটিপতির বেলায় না হয় এসব জিনিস যাচ্ছে সয়ে।

দুধের দাম আর পানির দামটা হয়ে গেছে প্রায় সমান। 

তাইতো পুলিশ হরতালে মিছিলে ছুড়ে না এখন জল কামান।

এতো কিছুর পরেও মানুষ বাঁচে কত যুদ্ধ করে,

স্বপ্ন বুনে মনের কোণে আসবে সুদিন আবার ফিরে।

Comments

    Please login to post comment. Login