Posts

উপন্যাস

নাড়ি পোঁতা মাটি (Premium)

August 20, 2024

রু প ক

Original Author আল জিন্নাত ফেরদৌস

Translated by রু প ক

0
sold
৯৪৭ সালে ।
দ্বি-জাতি তত্ত্বে যখন ভারত বর্ষ ভাঙ্গে, তখন সংখ্যাগরিষ্ঠার ভিত্তিতে
বাংলা দুই ভাগ হয়ে যায়।
৫২% হিন্দু, ১% খ্রিষ্টান, ১% বৌদ্ধ, ৪৫ % মুসলিম, নিয়ে পশ্চিম বাংলা হয়ে যায় হিন্দু বাংলা ।
৬০% মুসলিম, ১% খ্রিষ্টান, ২% বৌদ্ধ, ৩৫% হিন্দু; আজকের বাংলাদেশ হয় মুসলিম বাংলা ।
এরপর যত দিন যায় তত সংখ্যাগরিষ্ঠরা গরিষ্ঠ হতে থাকে। সংখ্যালঘুরা লঘুতে পরিণত হয়।

২০২২ ইং সনে পশ্চিম বাংলায় মুসলিম ৪৫% থেকে ২৯% নেমে আসে। এই ১৪% মুসলিম ধর্মালম্বীরা বাংলাদেশে চলে আসে। তারা বুঝতে পারে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেহেতু বাংলা দুই ভাগ হয়ে গেছে, সেহেতু হিন্দুরা চাকরি, ব্যবসা, রাজনীতিতে বেশি সুযোগ সুবিধা ভোগ করবে।

তারা সুবিধা নিতে মুসলিম বাংলা বা বাংলাদেশে চলে এসে এখানে চাকরি, ব্যবসা, রাজনীতি, শিক্ষা, সাংস্কৃতিতে জায়গা করে নিচ্ছে।

এখন তারা এখানে বাঙালী বা বাংলাদেশী। তারা শক্তিমান পরিচয়ে এখানে তাদের জায়গা পাকা পোক্ত করছে। এখানে জায়গা জমি কিনছে। বাড়ি, গাড়ি করছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login