অবাক হচ্ছি -
* এখনো রক্তের দাগ শুকায়নি,
* প্রতিদিন আমাদের আহত সন্তানেরা একজন, দুইএকজন করে হাসপাতালে মারা যাচ্ছে!
* যখন রাষ্ট্র অর্থনৈতিকভাবে পর্যুদস্ত,
* আইন শৃঙ্খলা ফিরে আনতে হিমশিম খাওয়ার দশা!
* পরাজিত শত্রু মাথা চাড়া দেওয়ার ফন্দি আটছে!
* ষড়যন্ত্রের জাল এখনও বুনে চলছে স্বৈরতন্ত্রের এদেশীয় লুটেরা নামক কীটগুলো!
ঠিক তখনই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাবী আদায়ের জন্য সোচ্চার হচ্ছে। যা আমার কাছে অযৌক্তিকই শুধু নয় অন্যায়ও বটে।
তারা গত ১৫ বছরে কেন মুখ খুলেননি, এখন কেন খুলছেন? তাহলে কি রাষ্ট্র যন্ত্রকে অস্থির রাখাই ওদের কাজ?
অনেকেই আবার পন্যের দাম বৃদ্ধি নিয়েও যা তা বলছেন। তারা কি বুঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করছে!
এদেশের স্বৈরশাসক সেই রাষ্ট্র প্রধানসহ তার পালিত মন্ত্রী এমপিরা ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, মেগা প্রজেক্টের নামেও হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যা সবার জানা।