Posts

সমালোচনা

তিল তাল

August 24, 2024

ভোঁতা পেন্সিল

77
View

যারা ভারতীয় মিডিয়া সম্পর্কে অবগত আছেন , তারা ভালো করে জানেন , তারা ( ভারতীয় মিডিয়া ) কিভাবে তিল কে তাল বানিয়ে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে । বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর ভারতীয় মিডিয়া ও জনগণের বাংলাদেশ নিয়ে মায়া মমতা উতলে পড়ছে । মূলত , তাদের এ মায়া কান্না স্বৈরাচার সরকারের জন্য , বাংলাদেশের জনগণের জন্য নয় । কারণ , স্বৈরাচার সরকারের আমলে তারা বাংলাদেশের কাছ থেকে নানান সুযোগ-সুবিধা এবং উপহার-উপঢৌকন পেতো । যার বিনিময় স্বরূপ ভারত বাংলাদেশ কে কলা দেখিয়ে মুলা ধরিয়ে দিত । বিগত সরকার ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে ক্ষমতায় টিকে ছিল । সীমান্তে বাঙালি হত্যা , নতজানু পররাষ্ট্র নীতি , ভারতকে দেয়া সুবিধার বিনিময়ে বাংলাদেশের কোনো সুবিধা না পাওয়া ইত্যাদি সমস্যা বিগত দেড় যুগ বাংলাদেশের মানুষ দেখে আসছে । আমাদের এ সকল সমস্যা তাদের জন্য সুবিধা ছিল । এখন দীর্ঘ প্রায় দেড় যুগের জনমনে জমে থাকা ক্ষোভের ফলপ্রকাশ হিসেবে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা এবং বিচ্ছিন্ন কিছু সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তারা যে পরিমাণ মায়াকান্না নামক প্রোপাগান্ডা করছে তা সচেতন নাগরিক সমাজের জন্য সত্যিই উদ্বেগজনক । অথচ , সংখ্যালঘু সম্প্রদায়কে এদেশের আপামর মুসলিম জনতা যেভাবে রক্ষা করেছে , যেভাবে তাদের ধর্মীয় উপাসনালয় গুলোকে রাত জেগে পাহারা দিয়ে রক্ষা করেছে তার নজির ভারতে দূরবীন দিয়ে খুঁজে পাওয়াও মুশকিল । কিন্তু , ভারতীয় মিডিয়া এবং ভারতীয় জনগণ সে বিষয়ে কোনো কথা বলে না । অর্থাৎ ভারত তাদের বন্ধুরূপী দাসকে ক্ষমতায় বসিয়ে পুর্বের মত নিজেদের স্বার্থ হাসিল করতে তৎপর । বাংলাদেশে কেন শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা হলো ? ভারতীয়দের এমন প্রশ্নের জবাবে প্রায় সকল বাংলাদেশী-ই উত্তর করছেন , ইসলামে মূর্তি বানানো বৈধ নয় তাই তার মূর্তি ভাঙ্গা হয়েছে । আপনার ভুল বার্তা প্রচার করছেন । আপনাদের এসব ভুল বার্তার ফায়দা লুটতে তৎপর ভারতীয়রা । কিন্তু , শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা হয়েছে রাজনৈতিক ক্ষোভের কারণে , ধর্মীয় কারণে নয় । শেখ মুজিব কে বাংলাদেশে এখন যে অপমান করা হচ্ছে তা মুজিব কন্যার কর্মের ফল । শেখ হাসিনা তার শাসন আমলে শেখ মুজিবকে রাজনৈতিক পণ্যে পরিণত করে বিক্রি করেছে । ফলে , শেখ মুজিবের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ ও ভালোবাসা ছিল তা ক্ষোভ ও ঘৃণায় পরিণত হয়েছে । এর দায় শেখ হাসিনার ।
সারকথা: শেখ মুজিব কে নিয়ে যা হচ্ছে তা মানুষের রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ । কোনো ধর্মীয় ক্ষোভ বা বিধি নিষেধের কারণে নয় । 
 

Comments

    Please login to post comment. Login