Posts

কবিতা

মুক্তি।

August 24, 2024

Shoaib ahmed

Original Author শোয়াইব আহমেদ।

দেহের ঊর্ধ্বে তা এমন এক ব্রহ্ম;
সত্য-মিথ্যার সেখানে নেই কোন অস্তিত্ব,
আলোর মধ্যে সেখানের আশ্চর্য এক দ্যুতি,
দেহ ত্যাগের মাধ্যমে আমরা সেথায় পৌঁছি।

কোন ভোর সেখানে রাতের সাথে মিলে না।
কোন বসন্তের সেখানে প্রতীক্ষা লাগে না।
কোন নদী সেখানে বর্ষা মুখি হয় না।
রূহের ডানা ছাড়া সেখানে যাওয়া যায় না।

কোন উদর সেখানে ক্ষুধার্ত ঘুমায় না।
কোন দেহ সেখানে নগ্ন দেখায় না।
স্পন্দন অনুভবে কেউ বাধা দেয় না।
দেহ ত্যাগে স্বাধীনতা, কেন তুমি বুঝো না?

তোমার আগমনে ব্রহ্ম হবে প্রফুল্ল।
আয়োজন সব পরিপূর্ণ কিসের চিন্তা এত?
দেহ সৎকার করবে মানুষ, তোমার মুক্তি আজন্ম।

Comments

    Please login to post comment. Login