Part : 2 পাঁচ বছরের কন্যা শিশু তোহা মা'কে অভিযোগ করল,
'মা, কামরুল আঙ্কেল আমাকে ব্যথা দেয়। কোলে নেয়। আমার পচা লাগে।'
তোহার মা বাচ্চার গাল টেনে হেসে বলল, 'আম্মি, এমন বলে না। আঙ্কেল না তোমাকে কত আদর করে? আঙ্কেল তোমাকে স্নেহ করে, মা।'
ব্যস্, এখানেই ছোটো তোহারা দমে যায়। এরপর তাদের শৈশবের অতীত জুড়ে এমন কত কাছের মানুষদের নোংরা ছোঁয়ার গল্প থাকে! কেউ জানে না। এই পচন ধরা গল্প নিয়ে বাঁচে হাজার তোহা।